আপেল মাহমুদ, রুহিয়া(ঠাকুরগাঁও)সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ে ড্রাগ লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ঔষধ ব্যবসা পরিচালনা এবং অনৈতিক বিজ্ঞাপন প্রচারের দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে সদর উপজেলাধীন ঠাকুরগাঁও রােড ইসলাম নগর এলাকায় ঠাকুরগাঁও ইউনানী ঔষধালয়ে অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানের কর্মচারী সাদেকুল ইসলামকে ঔষধ (ড্রাগ) আইন ১৯৪০ এ ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড অনাদায়ে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, ঠাকুরগাঁও সদর মােঃ কামরুল হাসান সােহাগ। আদালত পরিচালনাকালে পেসকারের দায়িত্ব পালন করেন চন্দন কুমার দে।