বিনোদন ডেক্সঃ
জনপ্রিয় কণ্ঠশিল্পী স্বীকৃতি,রেকর্ডিং আর স্টেজ প্রোগ্রাম নিয়ে প্রচন্ড ব্যস্ত সময় পার করছেন। তিনি বলেন অপসংস্কৃতির চর্চা খুব বেশি হচ্ছে যার কারণে আমাদের সংস্কৃতি হারাতে যাচ্ছে, এখনি যদি সাংস্কৃতিক অংগনের সবাই মিলে সম্মিলিত উদ্যোগ না নেয়,তাহলে ভবিষ্যত প্রজন্ম আরও অপসংস্কৃতিতে জড়াবে।তিনি বলেন বিশেষ করে আগে শিল্পীদের কয়েকটা যায়গা ছিলো যেমন রেকর্ডিং,গানের অ্যালবাম,প্লে ব্যাক,স্টেজ প্রোগ্রাম,এখনতো অনেক কিছুই অনলাইন কেন্দ্রিক হয়ে গিয়েছে এবং শিল্পীদের কাজের যায়গাটাও সীমিত হয়ে এসেছে। ভিউ বানিজ্যে ভালো কিছু কাজ টিকে থাকা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। এতে যেমন ভালো শিল্পের চর্চাও কমে যাচ্ছে এবং শিল্পীরাও ভালো কাজের আগ্রহ হারাবে।
জানুয়ারি ২৩ তারিখে মুক্তি পেয়েছে ঝর্ণা তোমাকে গানটি এবং মুক্তির অপেক্ষায় আরও অনেক গান রয়েছে। গুনী এই শিল্পী বলেন ঝর্ণা তোমাকে গানটি লিখেছেন রুপা দেবনাথ,সুর ও সংগীত করেছেন উজ্জ্বল সিনহা এনং গানটি ই মিউজিক এর ইউটিউবে দেখতে পাবেন শ্রোতারা।
বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশন এর নিয়মিত শিল্পী স্বীকৃতি প্লে ব্যাক ও ছিলেন নিয়মিত, অ্যাকশন জেসমিন ছবিতে পান জর্দা গানটিতে প্লে ব্যাক করে বেশ প্রসংশা কুড়িয়েছিলেন এই শিল্পী।
Leave a Reply