শিব-বি শিহাবঃ
সম্প্রতি মুক্তি পেয়েছে সুবাহ’র নতুন গানের মিউজিক ভিডিও আমি তোমায় দিলাম। চলচিত্রে অভিনয়ের পাশাপাশি ২০১৯ সাল থেকেই গান করে আসছেন এই শাহ হুমায়রা সুবাহ। ৬ থেকে ৭টা মুভিতে কাজ করেছেন,বেশ সাড়া পেয়েছেন বসন্ত বিকেল ছবিটি ,অপেক্ষায় আছেন আরও দুটো মুভির মুক্তির। এই প্রসঙ্গে বলেন,ছবি দুটোই সেন্সর পেয়েছে, অপেক্ষা মুক্তির। ২০১৯সালে প্রথম মৌলিক গান,তারপর রবীন্দ্রসংগীতে বেশ কিছুদিন সময় দিয়েছেন,আগামী ঈদ এ মুক্তি পাবে নতুন গান। নতুন গান আমি তোমায় দিলাম প্রসঙ্গে বলেন,মিউজিক করেছেন রবিন ইসলাম আর ভিডিও পরিচালনা করেছেন এস কে সোহাগ। রোমান্টিক এই গানটি সুবাহ’র অফিসিয়াল ইউটিউবে মুক্তি পেয়েছে এবং বেশ সাড়া পাচ্ছেন।
Leave a Reply