মাসউদ রানাঃ
জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খোলা ভোজ্য তেল ও আয়োডিন বিহীন খোলা লবণ ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করায় এবং ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা না থাকায় দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরে ৩ টি প্রতিষ্ঠানে অর্থদণ্ড করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ক্রেতা সাধারণের অধিকার সংরক্ষণ ও ভোক্তা অধিকার বিরোধী কার্য প্রতিরোধের লক্ষ্যে এই অভিযান পরিচালনা করেন দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন। একই সাথে তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে প্রচারণামূলক লিফলেট বিতরণ এবং আসন্ন রমজান উপলক্ষে সকল প্রকার খেজুরসহ ফলমূলের মূল্য তালিকা লটকানোর জন্য ব্যবসায়ীদের উদ্দেশ্যে মাইকিং করেন।
এ সময় প্রচারণা ও বাজার তদারকি অভিযানে যুক্ত ছিলেন জেলা ক্যাবের প্রচার সম্পাদক ও উপজেলা ক্যাবের সভাপতি মাসউদ রানা। এতে সহযোগিতা করেন ফুলবাড়ী থানা পুলিশ ফোর্স, জাতীয় নাগরিক কমিটির উপজেলা সদস্য মো. জাকির হোসেন ও জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের অফিস সহকারি মো.এরশাদ আলী।
জানা যায়, রবিবার বিকেলে ফুলবাড়ী পৌর শহরের প্রাণকেন্দ্র নিমতলা এলাকায় বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে রাজধানী হোটেল এন্ড রেস্টুরেন্টে ও রহমানিয়া হোটেল এন্ড রেস্তোরায় কিচেনে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করায় এবং রান্নায় খোলা লবণ, খোলা তেলের ব্যবহারসহ বাসি গ্রিল বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় জরিমানা করা হয়। সচেতনতা মূলক রাজধানী হোটেলে ৪ হাজার, রহমানিয়া হোটেলে ২ হাজার এবং খেজুরের পাইকারি ব্যাবসায়ী লতা ফল ভান্ডারে পণ্যের মূল্য তালিকা না রাখার অপরাধে ৩৮ ধারায় সচেতনতামূলক ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন বলেন, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে এবং পণ্যের মান নিশ্চিত করতে আমাদের তদারকি চলছে। আসন্ন পবিত্র রমজান উপলক্ষে তদারকি অভিযান আরো জোরদার হবে।
সুশাসনের জন্য নাগরিক সুজন ও ক্যাবের প্রতিনিধি মাসউদ রানা জানান, উৎসব এলে অন্য দেশে দ্রব্যমূল্যের ছাড় দেয়া হয় আমাদের এখানে বাড়ে। এই অশুভ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।
Leave a Reply