ইমাম হোসেন জীবন ক্রাইম রিপোর্টার চট্টগ্রাম
নগরীর পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। এ সময় মুরাদপুর এলাকায় দু’টি বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি অমান্য করায় দুই ব্যক্তিকে ৭০০ টাকা অর্থদণ্ড দেয় আদালত।
বুধবার (২৫ আগস্ট) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। মারুফা বেগম নেলী বলেন, অস্বাস্থ্যকর-নোংরা পরিবেশে বেকারিপণ্য উৎপাদন করায় দুই বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি স্বাস্থ্যবিধি মানাতে সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।
চসিক’র সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা আদালত পরিচালনাকালে সার্বিক সহায়তা করে।