জয়পুরহাটের আক্কেলপুরে পুকুর পাড় থেকে ওই পুকুরের পাহারাদার শামীম হোসেন সাখিদার (৪৭)নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এর আগে দিবাগত ভোর রাতে উপজেলার মাঝগ্রামের দিঘলীর বিল পুকুর পাড় থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত শামীম হোসেন আক্কেলপুর পৌরসভার শান্তা গুরকি গ্রামের মৃত. মালেক সাখিদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু বকর সিদ্দিক জানান, খবর পেয়ে ভোর রাতেই ঘটনাস্থল থেকে পাহারাদার শামীম হোসেনের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। কিন্ত তার পরিবারের লোকজন জানায় তিনি মাদক সেবন করতেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক তথ্য জানা যাবে বলেও ওসি জানান।