মীর আতিক,আক্কেলপুর(জয়পুরহাট)প্রতিনিধিঃ-
জয়পুরহাটের আক্কেলপুরে মরিচ খেতে বৃষ্টি পানি অপসারণ করতে গিয়ে বজ্রপাতে রেজাউল ইসলাম (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ শে আগস্ট) সন্ধার কিছুটা আগ মুহূর্তে উপজেলার তিলকপুর ইউনিয়নের চক ইসলামপুর গ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহত কৃষক,রেজাউল ইসলাম উপজেলার তিলকপুর ইউপির চক ইসলামপুর গ্রামের মৃত.অছিম উদ্দিনের ছেলে।
এবিষয়ে তিলকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মাহবুব সজলের সাথে যোগাযোগ করলে তিনি জানান,নিহত কৃষক রেজাউল ইসলামের মচির খেতে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হলে। তিনি সন্ধার কিছুটা আগ মুহূর্তে তার মরিচ খেতে জমে থাকা বৃষ্টির পানি অপসারণ করতে যান।
এসময় বজ্রপাত পরে মরিচ খেতেই তিনি মারা যান।পরে স্থানীয় লোকজনরা জানতে পেরে মরিচ খেতে গিয়ে কৃষক রেজাউল ইসলামকে মৃত অবস্থায় উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)সাইদুর রহমান জাতীয় দৈনিক সূর্যোদয়কে বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।