আক্কেলপুরে হিরোইন ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
Facebook Twitter share
জয়পুরহাটের আক্কেলপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে হিরোইন,ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থসহ বিপ্লব হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
Surjodoy.com
মঙ্গলবার (১৫ জুন) দুপুরে পৌরসভার ১ নং ওয়ার্ডের পশ্চিম আমুট্র এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত,বিপ্লব হোসেন পৌর সদরের ১ নং ওয়ার্ডের পশ্চিম আমুট্রের বাসিন্দা শহীদুল ইসলামের ছেলে।
The Daily surjodoy
থানা সূত্রে জানা যায়,জয়পুরহাট জেলা পুলিশ সুুপার মাছুম আহাম্মদ ভূঞা-(পিপিএম) এর কঠোর নির্দেশে জেলা জুড়ে চলমান মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখতে আক্কেলপুর থানার ওসি সাইদুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে থানার উপ-পরিদর্ষক (এসআই) নজরুল ইসলাম,(এএসআই) আরিফ,(এএসআই)শফিকুল ইসলাম শফিক,(এএসআই)
The Daily surjodoy
সামছুলসহ থানার সঙ্গীয় ফোর্স পৌর সদরের পশ্চিম আমুট্র এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপ্লব হোসেনকে ৬ পুড়িয়া হিরোইন, ৪ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ অর্থসহ তাকে হাতেনাতে আটক করে থানায় নেয়া হয়।
The Daily surjodoy
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান জাতীয় দৈনিক সূর্যোদয়কে বলেন,জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশে জেলা জুড়ে চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে প্রতিদিনের ন্যায় মঙ্গলবার দুপুরে পৌরসভার পশ্চিম আমুট্র
The Daily surjodoy
এলাকায় থানার অফিসার ও সঙ্গীয় ফোর্সরা মাদক বিরোধী অভিযান চালিয়ে হিরোইন, ইয়াবা ও নগদসহ মাদক ব্যবসায়ী বিপ্লব হোসেনকে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply