শিব-বি শিহাবঃ
আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথমবারের মত কনটেন্ট ক্রিয়েশন ওয়ার্কশপ এবং কনটেন্ট ক্রিয়েটরদের প্রতিযোগিতা
কনটেন্ট ক্রিয়েটর (Content Creator) হলো সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান, যারা বিভিন্ন ধরনের ডিজিটাল বা অফলাইন প্ল্যাটফর্মের জন্য কন্টেন্ট তৈরি করে। এই কনটেন্ট হতে পারে টেক্সট, ভিডিও, অডিও, ছবি, ইনফোগ্রাফিক্স, বা অন্য কোনো ধরনের মিডিয়া যা দর্শক বা পাঠকের জন্য তথ্যবহুল, বিনোদনমূলক, বা শিক্ষামূলক হতে পারে।
বিশ্বব্যাপী কনটেন্ট ক্রিয়েটরদের চাহিদা অনেক এখন। বাংলাদেশেও রয়েছে অনেক কনটেন্ট ক্রিয়েটর,তবে সবচেয়ে জনপ্রিয় ঠিক এই মুহুর্তে যিনি, তিনি হলেন রবিন রাফান। তিনি নিজে যেমন বিভিন্ন কন্টেন্ট দিয়ে মানুষকে করছেন সচেতন, ঠিক তেমনি তার কন্টেন্ট থেকে শিখে নিচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই। রবিন রাফান শুধু অনলাইন কন্টেন্ট করেই বসে নেই,লিখেছেন কনটেন্ট ক্রিয়েশন এর উপর বই,যা এবার ২০২৫ বইমেলায় পাওয়া যাচ্ছে। বইগুলো থেকে পাঠকরা অনেক কিছুই শিখতে পারছেন কনটেন্ট এর উপর।
শুধু তাই নয় দেশে প্রথমবারের মতো আয়োজন হচ্ছে কনটেন্ট ক্রিয়েটরদের ওয়ার্কশপ এবং প্রতিযোগিতার। রবিন রাফানের উদ্যোগে অনুষ্ঠানটির ওয়ার্কশপ চলবে সকাল ৯টা থেকে দুপুর ৩টা,এবং এস আর ড্রিম আইটি কনটেন্ট ক্রিয়েশন প্রতিযোগিতা চলবে দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
আপনি কি কনটেন্ট ক্রিয়েটর হতে আগ্রহী, নাকি এর সম্পর্কে আরও কোনো নির্দিষ্ট তথ্য জানতে চান? যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে চোখ রাখুন রবিন রাফান এবং এস আর ড্রিম আইটির ফেসবুকে।
Leave a Reply