আব্দুল্লাহ আল নোমান শুভ, চট্টগ্রামঃ
আজ বৃহস্পতিবারে চট্টগ্রাম নগরে চার দিনব্যাপী আবাসন মেলা শুরু হচ্ছে। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) চট্টগ্রাম আঞ্চলিক কমিটির উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হবে। এবারের মেলার প্রতিপাদ্য হচ্ছে ‘স্বপ্নিল আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ’। মেলাটি অনুষ্ঠিত হবে নগরের র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ের মোহনা হলে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজের সভাপতি মাহবুবুল আলম।
আজ বুধবার দুপুরে নগরের ২ নম্বর গেট এলাকায় রিহ্যাবের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এতে লিখিত বক্তব্য পাঠ করেন রিহ্যাবের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী।
সংবাদ সম্মেলটিতে জানানো হয়, এবারের মেলায় ৪৮টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে গোল্ড স্পন্সর হিসেবে আছে দুটি প্রতিষ্ঠান। এগুলো হচ্ছে উইকন প্রপার্টিজ লিমিটেড ও আরএকে সিরামিকস বাংলাদেশ। কো-স্পন্সর হিসেবে অংশ নিচ্ছে ১৭টি প্রতিষ্ঠান। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা অনুষ্ঠিত হবে। মেলায় প্রবেশের জন্য দুই ধরনের টিকিট থাকছে। ‘সিঙ্গেল’ প্রবেশ মূল্য ৫০ টাকা এবং ‘মাল্টিপল’ প্রবেশ মূল্য ১০০ টাকা। মাল্টিপল টিকিট দিয়ে দর্শনার্থীরা চারবার প্রবেশ করতে পারবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ ও শরীফ আলী খান, পরিচালক মো. দিদারুল হক চৌধুরী ও মাহবুব সোবহান জালাল তানভীর।
সম্মেলনে রিহ্যাবের নেতারা বলেন, চট্টগ্রামবাসীর আবাসনের পাশাপাশি চট্টগ্রামে আসা পর্যটকদের আবাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে রিহ্যাব। এবার ১৫তম মেলার আয়োজন করতে যাচ্ছে রিহ্যাব চট্টগ্রাম। সরকার এবং দেশের নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় দেশের অর্থনীতিও অনেক বড় হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক মেগা প্রকল্পগুলো শেষ হতে চলেছে।