আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ)
নওগাঁর আত্রাইয়ে ময়েন উদ্দীন (৬৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ হওয়ার এক দিন পরে নদীতে তাঁর মরদেহ ভেসে উঠেছে। শুক্রবার সকালে গোসল করতে নেমে আত্রাই নদী থেকে নিখোঁজ হলে ফায়ার সার্ভিস দিনভর অনুসন্ধান চালিয়েও তাঁর খোঁজ পায়নি। গতকার শনিবার সকালে তাঁর মরদেহ ভেসে ওঠে। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। ময়েন উদ্দীন উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের মৃত মছির উদ্দীনের ছেলে।
ময়েন উদ্দীনের ভাই সুলতান হোসেন জানান, শুক্রবার সকালে বাড়ির অদূরে আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন তার ভাই ময়েন উদ্দীন। তাঁকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। এরপর আত্রাই ফায়ার সার্ভিসের কর্মীরা এবং রাজশাহী থেকে ডুবুরি দল এসে নদীতে দিনভর খুঁজেও তাঁর সন্ধান পায়নি। পরে শনিবার সকালে ময়েন উদ্দীনের মরদেহ ভেসে ওঠে আত্রাই নদীতে।
আত্রাই ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা নেকবর আলী বলেন,বৃদ্ধ নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়ার পর থেকে আমরা এবং রাজশাহী থেকে আসা চার সদস্যের ডুবুরি দল যৌথভাবে অনেক চেষ্টা করেও তাঁর সন্ধান পাইনি। তবে শনিবার সকালে তাঁর মরদেহ ভেসে ওঠে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।