আলহাজ্ব মিছবাহুর রহমান চৌধুরী পুনরায় বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি রাজধানীর মুগদায় দলের কেন্দ্রীয় কার্যালয় চত্বরে বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের জাতীয় প্রতিনিধি সম্মেলনে দলের গঠনতন্ত্রের ২২ নং ধারা অনুযায়ী গোপন ভোটের ভিত্তিতে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন আলহাজ্ব মিছবাহুর রহমান।
সেই সঙ্গে মহাসচিব নির্বাচিত হয়েছেন শাইখুল হাদিস মুফতি মনিরুজ্জামান রাব্বানী।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা রুহুল আমিন খান উজানভী, প্রফেসর ড. মাওলানা আহমদ আবুল কালাম, বেগম গুলশান আক্তার চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব জুলকারনাইন, আলহাজ্ব প্রফেসার মোল্লা মাসুমুল হক, আলহাজ্ব ড. এম এ সাজ্জাদ, আল্লামা সিরাজুল ইসলাম, আলহ্জ্ব মোহাম্মদ জামাল উদ্দিন। অতিরিক্ত মহাসচিব মাওলানা আবু হানিফ, যুগ্ম মহাসচিব মাওলানা ইউসুফ সিদ্দিকী, মোহাম্মদ আসাদুজ্জামান খান, মুফতি মাওলানা আব্দুর রহিম, অধ্যাপক মাওলানা কামরুল হুদা মনির, পীরজাদা আলহাজ্ব কাজী মাসুদুর রহমান, মাওলানা নুরুল হক নুরী, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোস্তাফিজুর রহমান।
সাংগঠনিক সচিব মাওলানা মোশারফ হোসেন, মাওলানা বোরহান উদ্দীন আল আজিজি, মুফতি তাজুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম সিহাব, মাওলানা সালামত উল্লাহ, অ্যাডভোকেট খলিলুর রহমান রোকনী, অ্যাডভোকেট তারেক আহমেদ চৌধুরী ও মাওলানা মোয়াজ্জেম হোসেন। প্রচার সচিব মাওলানা জাওহার ইকবাল, অর্থ সচিব আব্দুল হান্নান, আন্তর্জাতিক বিষয়ক সচিব খালেদ চৌধুরী, দপ্তর সচিব মোশারফ হোসেন, স্বাস্থ্য বিষয়ক সচিব ডা. ফরিদা বেগম, সমাজ কল্যাণ বিষয়ক সচিব বেগম আসফিয়া তরফদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সচিব ইঞ্জিনিয়ার সুমাইমান, যুব বিষয়ক সচিব আমজাদ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমসহ ৩৮ জনের নাম ঘোষণা করা হয়েছে। কমিটির বাকি সদস্যদেও নাম পর্যায়ক্রমে পরে ঘোষণা করা হবে।