ভারত এবং ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনেই যেন ম্যাচ জমে উঠেছে। এই ম্যাচে চলছে বোলারদের নৃত্য। দুই ইনিংসেই বোলারদের আধিপত্য দেখা যাচ্ছে।
ম্যাচের প্রথম দিনে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১১২ রানেই অল আউট হয় ইংল্যান্ড। জবাব দিতে নেমে দুর্দান্ত খেলতে থাকা ভারতও হঠাৎ করেই ছন্দ হারিয়ে বিপদে পরে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মাত্র ১৩৫ রানেই তারা হারিয়েছে ৯টি উইকেট। এখন ইশান্ত শর্মা এবং বুমরাহ ব্যাটিং করছেন।
অথচ একটা সময় ৩ উইকেটে তারা সংগ্রহ করেছিল ১১৪ রান। এই ১১৪ রানের মাথায় রাহানে ব্যক্তিগত ৭ রান করে আউট হওয়ার পর ১১৫ রানেই বিদায় নেন অর্ধশতক করা রোহিত শর্মা। এরপর উইকেটের মিছিল চলতে থাকে শেষ পর্যন্ত হারায় ৯টি উইকেট।