1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
ঈদ উপলক্ষে টুপী-জায়নামাজ-সুগন্ধির বাজারে ভিড় বেড়েছে
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন

ঈদ উপলক্ষে টুপী-জায়নামাজ-সুগন্ধির বাজারে ভিড় বেড়েছে

  • আপডেট টাইম : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ৫.৪৪ পিএম
  • ২০৩ বার পঠিত

আসিফুজ্জামান সারাফাত, চট্টগ্রাম 

ঈদে নতুন কাপড়ের সাথে টুপি, জায়নামাজ ও সুগন্ধি আতরের চাহিদাও কম নয়। তাই নতুন টুপি, আতর, জায়নামাজ, তসবিহর দোকানগুলোতে ভিড় বাড়ছে।

চট্টগ্রামের হকার্স মার্কেট, রিয়াজ উদ্দিন বাজার, আগ্রাবাদ, অলংকারসহ নতুন টুপি, আতর, জায়নামাজ, তসবিহর দোকানগুলোতে ভিড় বাড়ছে।  আদরের সন্তান, বাবা- দাদাসহ নিজের জন্য শেষ সময়ে কিনছেন টুপি। কেউ কেউ ঈদ জামাত সুগন্ধি মেখে যেতে কিনছেন আতর। প্রিয় মানুষটির নিচ্ছেন জায়নামাজ ও তসবিহ।

ক্রেতাদের দাবী গেলোবারের চেয়ে এবার টুপি, আতর, জায়নামাজ, তসবির দাম বেশী। এরপরও নতুন টুপি পরে ঈদ জামাতের যাওয়ার আনন্দ মিছ করতে চান না বলে কিনছেন নতুন টুপি।

এদিকে ব্যবসায়ীদের দাবি, বিক্রি গেলোবারের চেয়ে ৩০ শতাংশ কমেছে। এদিকে, আমদানি ব্যয় বৃদ্ধির প্রভাব পড়েছে সুগন্ধির দামে। জায়নামাজের বাজারে চীন ও তুরস্কের আধিপত্য। এলসি বিড়ম্বনা ও ডলারের বিনিময় মূল্য বাড়ায় বছরের ব্যবধানে প্রতি পিসের দাম বেড়েছে দেড়শ টাকারও বেশি।

বিক্রেতাদের দাবি, মজুরী খরচের পাশাপাশি বেড়েছে সুতার দামও। ডলারের দাম বৃদ্ধির প্রভাবে বিভিন্ন দেশ থেকে আমদানীকৃত টুপির দামও বেড়েছে ৩০ শতাংশের বেশি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews