যোবায়ের হোসাইন: উত্তরা ১৩ নং সেক্টরের গরীবে নেওয়াজ রোডের ১ নং বাড়ীর ৩য় তলায় ইন্সপিরেশন কোচিং সেন্টরের আড়ালে প্রতিষ্ঠানটির মালিকদের বিরুদ্ধে হারবাল পণ্যের যে এমএলএম ব্যবসা গড়ে তোলার অভিযোগ উঠেছে, এটি তার অনুসন্ধান মূলক ৩য় তম পর্ব। সরে জমিন অনুসন্ধানে দেখা যায়, আনোয়ারের এমএলএম আকারে বিক্রিত হারবাল পণ্য “জিওনেস” বাংলাদেশে বিক্রির কোন অনুমোদন নেই পণ্যের উৎপাদনকারী কোম্পানী জিওনেস কর্তৃক। জিওনেস কোম্পানীর ওয়েব সাইটে দেখা যায়, কোম্পানী তাদের ব্যাবসা সম্প্রসারনে এশিয়া প্যাসিফিকের কয়েকটি রাষ্ট্রে তাদের পণ্য বিক্রির জন্য ডিলারশীপ নিয়োগ করেছে কিন্তু ঐসব রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের নাম নেই। বাংলাদেশেও ওষুধ হিসেবে ঐ হারবাল পণ্যের কোন অনুমোদন নেই। ইন্সপিরেশন কোচিং সেন্টারে ওষুধ হিসেবে বিক্রিত এই হারবাল পণ্য আমদানীর উৎস খোঁজতে বিভিন্ন ব্যক্তির সাক্ষাতকার নিলে, যে তথ্য বের হয়ে আসে তা হতাশা জনক। বাংলাদেশে অনুমোদনহীন হারবাল পণ্যের উৎস, ইন্সপিরেশন কোচিং সেন্টারের অন্যতম মালিক নাজিম উদ্দিন এর সাথে প্রতিবেদক যোবায়ের হোসাইন মুঠো ফোনে কথা বল্লে তিনি জানান, আমার জানা মতে আইে পণ্যগুলো আনোয়ার সরদার নামে একব্যক্তি মালোশিয়া থেকে আমদানী করে। কিভাবে আমদানী হয় জানতে চাইলে তিনি প্রতিবেদক বলেন, মালোশিয়া ফেরত শ্রমিকদে বিটকেসে করে আমদানী করা হয়। একেকটি ওষুধের কোটার মূল্য ৫০, ৬০ ও ৭০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। এগুলো আমাদের দেশের সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। চলবে ……..