কাইয়ুম মাহমুদ চলনবিল:
কোভিড-১৯ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য সুরক্ষায় দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে এলজি এসপি-৩,২০১৯-২০২০ এর অর্থায়নে মাস্ক,হাত ধোয়া সাবান ও বিøচিং পাউডার বিতরণ করা হয়েছে।
রবিবার(৩০ আগস্ট) সকাল ১১টার দিকে চলনবিলের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়ন পরিষদের হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন,পূর্ণিমাগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমীন সরকার।
উক্ত অনুষ্ঠানে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুত আহমেদ,ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন ভুইয়াঁ,শহিদুল ইসলাম মাষ্টার,মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ফরিদা ইসলাম তোতা,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল আমিন,ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি চঞ্চল কবির ফরজসহ সকল ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদক ও সকল ইউপি সদস্য এবং এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।