
মীর আতিক(আক্কেলপুর)প্রতিনিধিঃ-
জয়পুরহাটের আক্কেলপুরে এক সন্তানের জননী ইয়াসমিন (২৩) গলায় ফাঁশ দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত আত্মঘাতী নিহত ইয়াসমীন উপজেলার রায়কালী ইউনিয়নের আমবাড়ী গ্রামের রুস্তম আলীর স্ত্রী।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, গত তিন বছর পূর্বে বগুড়া জেলার আদমদিঘী উপজেলার কাশমিলা গ্রামের জামেদের কন্যার সাথে আক্কেলপুর উপজেলার রায়কালী ইউপির আমবাড়ি গ্রামের আবু বক্কর সিদ্দিক তালুকদারের পুত্র রুস্তম আলীর সাথে ইয়াসমিনের বিয়ে হয়। নিহত ইয়াসমিনের দেড় বছর বয়সী একটি পুত্র সন্তানও রয়েছে। রবিবার (২৫ এপ্রিল) সকালে বাড়ির বিভিন্ন কাজ শেষে তার শয়ন ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
তার ঝুলন্ত লাশ দেখে শাশুড়ির চিৎকার দিলে প্রতিবেশিরা এসে ঘরের দরজা ভেঙ্গে নিহত ইয়াসমীনের লাশ উদ্ধার করে। পরে থানায় খবর দিলে আক্কেলপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে করে মরদেহটি উদ্ধার করে থানায় নেয়। এ ঘটনার পর থেকে তার স্বামী রুস্তম আলী এখনো পলাতক রয়েছেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান দৈনিক সূর্যোদয়কে বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নেওয়ার পরে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা। এমনকি এ ঘটনায় আইনি পক্রিয়া চলমান রয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply