বাংলাদেশের ক্রিকেটে করোনার থাবা পড়েছে আগেই। মাশরাফি বিন মর্তুজা, নাজমুল ইসলাম অপু, সাইফ হাসানরা আক্রান্ত হয়েছেন। সুস্থও হয়েছেন। দিন কয়েক আগে করোনা ধরা পড়ে জাতীয় দলের তারকা অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের। মঙ্গলবার করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হকও। মুমিনুল একা নন, তার স্ত্রী ফারিহারও ‘কোভিড-১৯’ পরীক্ষায় পজিটিভ ধরা পড়েছে। তারা বাসায়ই চিকিৎসা নিচ্ছেন। এবার করোনা আক্রান্তদের তালিকায় যোগ হলো সাবেক অধিনায়ক ও জাতীয় দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশারের নামটিও। বাশার নিজেই করোনা আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেন। দুদিন জ¦র থাকায় সন্দেহবশত করোনা পরীক্ষা করান হাবিবুল বাশার। বৃহস্পতিবার সে পরীক্ষার ফল এসেছে পজিটিভ। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক এখন কোয়ারেন্টাইনে আছেন। তার স্ত্রী, সন্তানেরও পরীক্ষা হয়েছে। তবে স্বস্তির খবর, তাদের ফল নেগেটিভ এসেছে।