শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন খাগড়াছড়ির ডিসি প্রতাপ চন্দ্র বিশ্বাস।
তিনি জানান, সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। এ পরিস্থিতিতে সংক্রমিত এলাকা থেকে পর্যটকদের যাতায়াত বাড়লে জেলায় সংক্রমণ বাড়ার ঝুঁকি রয়েছে। এ কারণে ঈদুল আযহা পর্যন্ত খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে। সংক্রমণ রোধে সবাইকে ভ্রমণে নিরুৎসাহিত করবে প্রশাসন।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় ১৮ মার্চ থেকে খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন।