কাজী মোতাহার হোসেন নিজস্ব প্রতিবেদকঃ
FacebookTwitterShare
ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিইজের প্রথম ওয়ানাডেতে কোনো অভিষিক্ত ছিল না বাংলাদেশ দলে। তবে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ১৩৬ তম খেলোয়াড় হিসেবে ওয়ানাডেতে অভিষেক হয়েছে বাঁহাতি পেসার শরিফুল ইসলামের।
প্রথমবারের মতো ওয়ানডে খেলার সুযোগ পাচ্ছেন এ বাঁহাতি পেসার। নিউজিল্যান্ড সফরে টি-২০ এবং শ্রীলঙ্কা সফরে টেস্টের পর এবার ঘরের মাঠে ওয়ানডে অভিষেক হলো পঞ্চগড়ের এই তরুণ পেসারের। তাকে সুযোগ দিতে জায়গা হারিয়েছেন তাসকিন আহমেদ।
Surjodoy.com
এদিকে দুই বছর পর দলে সুযোগ পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি সর্বশেষ ২০১৯ সালের জুলাইয়ে ওয়ানডে খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষেই। এরপর আর ওয়ানডের সেরা একাদশে জায়গা হয়নি। নিউ জিল্যান্ড সফরের দলে থাকলেও সুযোগ পেয়েছিলেন টি-২০তে।
মিডলঅর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের জায়গায় নেয়া হয়েছে মোসাদ্দেককে। তিনি মিঠুনের জায়গায় অর্থাৎ পাঁচ নম্বরেই ব্যাটিং করবেন।
প্রথম ম্যাচে ৩৩ রানে জিতেছিল স্বাগতিকরা। তবে জয় পেলেও নিজেদের উইনিং কম্বিনেশনে পরিবর্তন এনেছে বাংলাদেশ।
The Daily surjodoy
টস জিতে আগে ব্যাট করছে বাংলাদেশ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচে আগে ব্যাট করে এখনো পর্যন্ত ১৭টি ম্যাচ জিতেছে বাংলাদেশ।