ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
কক্সবাজার সদরের ৫নং ঝিলংজা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী (বর্তমান মেম্বার ) কুদরত উল্লাহ সিকদার (৪২) ও জাতীয় শ্রমিকলীগ কক্সবাজার জেলার সভাপতি জহির উল্লাহ সিকদার (৪৫) গুলিবিদ্ধ হয়েছে।
শুক্রবার (৫ নভেম্বর) রাত ১০টার দিকে লিংরোডস্থ কুদরতের ব্যক্তিগত অফিসে দুর্বৃত্তরা দুই ভাইকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ কুদরত উল্লাহ ও জহিরুল উল্লাহ আপন ভাই। তারা কক্সবাজার সদরের লিংকরোড এলাকার বাসিন্দা।
কক্সবাজার জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনচারী বলেন, রাতে কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের লিংকরোডস্থ নিজের অফিসে মিটিং করার সময় দুই ভাইকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। লিয়াকত বাহিনীর লোকজন এই গুলি করেছে। দুই ভাইয়ের শরীরে বেশ কয়েকটি গুলি লেগেছে