ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান, কক্সবাজার:: পুলিশ আপনার বন্ধু, নিরাপত্তার যেকোনো প্রয়োজনে পুলিশের সহায়তা নিন ” -বাংলাদেশ পুলিশ ! এর ধারাবাহিকতায় অদ্য ২৭/০২/২০২১খ্রিঃ তারিখ কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ হাসানুজ্জামান, পিপিএম, পুলিশ সুপার, কক্সবাজার।
এসময় পুলিশ সুপার মহোদয় উপস্থিত অফিসার ও ফোর্সগণের বিভিন্ন আবেদন শুনেন, জেলা পুলিশের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং এ বিষয়ে সংশ্লিষ্টদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেন। সভা চলাকালীন সময়ে গত জানুয়ারী/২০২০খ্রিঃ মাসে বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জনকারী কর্মকর্তাগণকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও অর্থ পুরস্কার প্রদান করেন। সভাপতি মহোদয় কল্যাণ সভায় উপস্থিত সকল পুলিশ সদস্যদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এসময় অত্র জেলায় কর্মরত এসআই (সশস্ত্র)/মোঃ আজিম পিআরএল এ যাওয়ায় তাঁকে জেলা পুলিশ কক্সবাজার এর পক্ষ থেকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
কল্যান সভায় জেলা পুলিশের সকল কর্মকর্তা ও সর্বস্থরের পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।
Leave a Reply