জবি প্রতিনিধি
Facebook Twitter share
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা করোনা টিকা পাবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য। মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তথ্য চাওয়া হয়েছে বলে জানান তিনি।
Surjodoy.com
শুক্রবার (২৮ মে) প্রতিবেদকের সাথে এক ফোনালাপে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।
The Daily surjodoy
রুটিন দায়িত্বে থাকা ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, “মন্ত্রণালয় থেকে শিক্ষার্থীদের তথ্য চাওয়া হয়েছে। আমাদের কাছে ১৬, ৮০০ শিক্ষার্থীদের সকলের তথ্যই আছে, শুধু এনআইডি নম্বরটা নেই। আইটি দপ্তরে বলা হয়েছে শিক্ষার্থীদের এনআইডি নাম্বারের তালিকা করার জন্য, দ্রুতই এ ব্যাপারে নোটিশ দেয়া হবে।”
The Daily surjodoy
তিনি আরও জানান, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি টিকা পায় তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবশ্যই টিকা পাবে।