
করোনার ভয়াবহ রুপ’একদিনে ৬১ জন শনাক্ত দুই পৌরসভায় সমস্তকিছু বন্ধ
নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
Facebook Twitter share
দিন যতোই যাচ্ছে ততই বৈশিক মহামারি প্রাণঘাতি করোনাভাইরাস-(কোভিট-১৯) জয়পুরহাট জেলাতে আরও ভয়াবহ রুপ ধারণ করছে। জেলাটি ভারত সীমান্তবর্তী হওয়াই গত কয়েকদিন থেকে আশঙ্কাজনক হারে প্রতিনিয়তই বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। এরফলে ইতিমধ্যে দুইটি পৌরসভায় সমস্ত কিছুুই বন্ধ ঘোষনা করেছে জেলা প্রশাসন।
Surjodoy.com
জেলাতে হঠাৎই করোনার এমন পরিস্থিতি সৃষ্টি হওয়াই করোনার বিস্তার ঠেকাতে সরকারি নির্দেশনায় জেলা প্রশাসন সোমবার ০৭ এ জুন জয়পুরহাট পৌরসভা ও জেলার পাঁচবিবি পৌরসভায় বিকেল ৫ টা থেকে প্রতিদিন সকাল ৬ টা পর্যন্ত ওষুধের দোকান ও জরুরী সেবা বাদে ছোটবড় সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান,শপিং মল,মার্কেট,কাঁচা বাজার,পাইকারি-খুচরা বাজার,মুদি দোকান,রেষ্টুরেন্ট, গণপরিবহন,চায়ের দোকান ও গণজমায়েতসহ সমস্ত কিছুই বন্ধ ঘোষনা করেছে।
The Daily surjodoy
এদিকে জেলা সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ আলী সাংবাদিকদের জেলার করোনার পরিস্থিতি বিষয়ে জানান, জেলায় একদিনে আরও ৬১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ হাজার ৯ শত ৮৯ জনে। এ তথ্যটি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন আরও জানান, সোমবার এ্যান্টিজেন ও আরটিপিসিআর থেকে ২ শত ২৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এদের মধ্যে ৬১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার রিপোর্ট এসেছে।
The Daily surjodoy
করোনায় আক্রান্ত রোগীদের হাসপাতালে ও তাদের নিজ নিজ বাড়ির আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।এখন পর্যন্ত জয়পুরহাট জেলায় করোনা রোগী চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়েছেন সর্বমোট ১ হাজার ৬ শত ১৭ জন এরমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় সর্বমোট মোট ১২ জনের মৃত্যু হয়েছে।
The Daily surjodoy
এবিষয়ে জয়পুরহাট জেলা প্রশাসক শরীফুল ইসলাম জাতীয় দৈনিক সূর্যোদয়কে বলেন,হঠাৎ করেই জেলায় কয়েকদিন থেকে করোনার সংক্রমণ বাড়ছে। এর মধ্যে জয়পুরহাট পৌরসভা ও পাঁচবিবি পৌরসভায় সংক্রমণের সংখ্যা বেশি হওয়ায় সোমবার ওই দুইটি পৌরসভায় জরুরী সেবা ছাড়া প্রতিদিন বিকেল ৫ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত সমস্ত কিছু বন্ধ ঘোষনা করা হয়েছে। তবে কৃষিপণ্য-খাদ্য সামগ্রী পরিবহন ও আন্তঃজেলা দূরপাল্লার পাল্লার পরিবহন গুলো এ আদেশ এর আওতা বহির্ভূত থাকবে।
The Daily surjodoy
জয়পুরহাট জেলাকে পুর্ণাঙ্গ লকডাউন দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন,পুর্ণাঙ্গ লকডাউন দেওয়া হবে কিনা তা একমাত্র নির্ভর করছে জনগনের উপর। জনগণরা যদি শতভাগ মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধিসহ সরকারি নির্দেশনা গুলো না মানে তখনি আমরা জেলাকে পুর্ণাঙ্গ লকডাউন ঘোষনা করবো।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply