বিনোদন ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী ও জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত সংগীত শিল্পী কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী টেলিভিশনটির চেয়ারপারসন ফারজানা মুন্নী। সম্প্রতি এক ফেসবুক বার্তায় এমনটা জানিয়েছেন তারা। ফেসবুক স্ট্যাটাসে তাপস লিখেছেন, ‘আমি যখন নেতিবাচক কিছুর মুখোমুখি হই, তখন ফারজানা মুন্নী তার আলো ছড়িয়ে দেয় এবং তার উদ্দীপনার মাধ্যমে আমাকে ইতিবাচক করে তোলে। পৃথিবী এখন ঘোর অন্ধকার কোভিড-১৯ এর মুখোমুখি। প্রত্যেকে এই ভাইরাসের মুখোমুখি দাঁড়িয়েছে। আমি ও আমার স্ত্রী মুন্নীর কোভিড-১৯ টেস্ট পজিটিভ এসেছে।’ বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘আমরা দুজনেই মানসিকভাবে সুস্থ আছি। নিজ বাসাতে চিকিৎসকের পরামর্শ মেনে চলছি। আমরা বিশ্বাস করি আল্লাহ দয়াবান। তার পরিকল্পনাই সেরা। তিনিই আমাদের রক্ষা করবেন।’