বগুড়া জেলা প্রতিনিধি: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল কাসেম আজাদ মারা গেছেন।
আজ রবিবার সকাল সাড়ে ১১টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. শাহাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আজ সকাল সাড়ে ১১টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল কাসেম আজাদ মারা যান। নমুনা পরীক্ষায় গত ২৫ জুন তার করোনা সংক্রমণ শনাক্ত হয়। যে কারণে তিনি তার পরিবারের কাছে ময়মনসিংহে চলে গিয়েছিলেন। সেখানেই তার চিকিৎসা চলছিল।’
মো. আবুল কাসেম আজাদের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায়।