ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোতে গত এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা সংশোধন করে দ্বিগুণেরও বেশি দেখিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এর আগে স্থানীয় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছিল যে, গত এপ্রিল মাসে মস্কোতে করোনায় মারা গেছেন ৬৩৯ জন। তবে এখন দাবি করা হচ্ছে, মস্কোতে এপ্রিল মাসে মারা গেছেন ১ হাজার ৫৬১ জন।
সম্প্রতি রাশিয়ার স্থানীয় সংবাদকর্মীরা দাবি করেন যে , মস্কোতে করোনায় মৃতের সংখ্যা সরকারি হিসেবের চেয়ে অনেক বেশি। স্থানীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগও আনেন সংবাদকর্মীরা।
রাশিয়ায় প্রায় ৩ লাখ ৮০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। করোনায় সর্বোচ্চ আক্রান্তের দিক থেকে বিশ্বে তৃতীয় স্থানে অবস্থান করছে রাশিয়া। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেণ ৪ হাজার ১৪২ জন।