বলিশাল প্রতিনিধি: মহামারি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বরিশাল জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মীর ফারুক (৫২)। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।
পুলিশের উপ পরিদর্শক মীর ফারুকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন শেবাচিম হাসপাতালে পরিচালক ডা. বাকির হোসেন। তিনি জানান, ওই পুলিশ কর্মকর্তার তীব্র শ্বাসকষ্ট, জ্বর ও কাশি ছিল। তিনি করোনা পজিটিভ শনাক্ত ছিলেন।
বরিশাল জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, মীর ফারুক জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর তিনি গত শুক্রবার (৫ জুলাই) শেবাচিম হাসপাতালে ভর্তি হন। তার বাড়ি ঝালকাঠীর নলছিটি উপজেলার বাউরিয়া গ্রামে।