সান আন্তোনিওর মেথোডিস্ট হাসপাতালের প্রধান মেডিকেল অফিসার জেন অ্যাপলবি বলেন, এই ব্যক্তিটি মনে করেছিল করোনাভাইরাস একটি প্রতারণা। তবে তিনি মারা যাওয়ার আগে নার্সকে বলেন গেছেন, আমি একটি ভুল করেছি।
জানা গেছে, যারা এই পার্টিতে ছিলেন, তারা ধরেই নিয়েছেন এ রোগে আক্রান্ত হবেন না। করোনা তাদের কাবু করতে পারবে না, এমন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েই আয়োজন করা হয়েছিল এই পার্টি।
ডাক্তার অ্যাপলবি বলেন, তরুণ রোগীরা প্রায়ই বুঝতে পারেন না যে তারা কতটা ঝুঁকির মধ্যে রয়েছে। তবে যখন তরুণদের অক্সিজেনের স্তর এবং তাদের ল্যাব টেস্টগুলো পরীক্ষা করা হয়, তখন বুঝা যায় তারা সত্যিই অনেক অসুস্থ।
করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র গত ২৪ ঘণ্টায় ৩৮০ জনের মৃত্যু দেখলো। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে এক লাখ ৩৭ হাজারের বেশি প্রাণ গেল। হঠাৎ করে কয়েকটি রাজ্যে বেড়েছে শনাক্তের হারও। মোট প্রায় ৩৪ লাখ ১৩ হাজারের বেশি সংক্রমিত।