করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের করনীয়ঃ ১) সকল সরকারি, বেসরকারি ও এনজিও প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের পারসোনাল প্রোটেকশন নিশ্চিত করন। ২) সকল প্রবাসী ভাই /বোনদের যে দেশে অবস্থান করছেন সে দেশেই অবস্থান করা। ৩)সকল বিনোদন কেন্দ্র খোলা না রাখা। ৪)সকল জনবহুল শহর লক ডাউন করা ৫)যারা বিদেশ থেকে এসেছেন নিজ দায়িত্বে একা নিজ বাসায় বা নিজ নিজ উপজেলায়/ জেলায় স্বাস্থ্য প্রধানদের সাথে সমন্বয় করে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে অবস্থান করা। ৬)বাসায় কাজের মানুষ থাকলে খোঁজ রাখা যে বাসায় কাজ করেন ঐ বাসায় প্রবাসী থাকলে সাময়িক ছুটি দিয়ে পরামর্শ প্রদান ও সতর্ক করা। ৭)ঠান্ডা,সর্দি ও জ্বর থাকলে মাস্ক ব্যবহার করা ও হট লাইনে পরামর্শ গ্রহন করা। ৮)হাঁচি, কাশি শিষ্টাচার মেনে দেওয়া। ৯)গন পরিবহন এড়িয়ে চলা যতটুকু সম্ভব ১০)পরিস্কার পরিচ্ছন্ন থাকা ও ভালভাবে সাবান দিয়ে হাত ধুয়ে কাজ করা ও খাবার গ্রহন ১১)করমর্দন ও কোলাকুলি থেকে বিরত থাকা। ১২)সত্যি কথা বলা, সঠিক ইতিহাস চিকিৎসক ও আপনার প্রিয়জনদের জানানো। আরও কিকি সতর্কতা অবলম্বন করা দরকার আপনারা যুক্ত করতে পারেন। বিঃদ্রঃ যত প্রোটেকশনই আপনি একা নিননা কেন যদি সবাই যার যার অবস্থান থেকে সতর্ক না থাকি বিপদ সন্নিকটে। তাই স্বাস্থ্য সেবায় সকলের সহযোগিতা ও সচেতনতা দরকার। প্রশংসায় ভাসছেন সাভার উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান আতিক।