ফখরুল আলম কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধি।
পটুয়াখালীর কলাপাড়াতে শেখ কামাল সেতুর রোড লাইনের ল্যামপোষ্ট নষ্ট থাকায় কারণে চলাচলের বিঘ্ন সৃষ্টি হয়, অন্ধকারে ঠিক ভাবে চলাচল করা যায় না।
এ বিষয়ে ব্যাবসায়ী নির্মল চন্দ্র মৃধা জানান তিনি প্রতিনিয়ত ব্যাবসার কাজে কলাপাড়াতে আসেন এবং রাত ৮.৩০ মিনিট এর দিকে চলে যায়,
তিনি বলেন সেতু অন্ধকার থাকার কারনে বাড়িতে আগেই চলে যায়,
এবং বিভিন্ন সময় তার চোখের সামনেই চলে অসামাজিক কর্মকাণ্ড এই সেতুর উপরে,
একই গ্রামে নিলগন্জ ইউনিয়নে মো:শফিক জানিয়েছেন রাতের অন্ধকারে একদল সন্ত্রাসী ও গুন্ডা বাহিনী শেখ কামাল সেতুর উপরে অবস্থান করে অসহায় মানুষ হাতের নাগালে আসলে তাকে হুমকি দিয়ে টাকা পয়সা যা কিছু পায় তা হাতিয়ে নেয়।
শফিক বলেছে উপজেলা প্রশাসন ও সেতু কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে