কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে চাচা ভাতিজা কে প্রাণনাশের হুমকি
রেখা মনি,নিজস্ব প্রতিবেদক:
লালমনিরহাটের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে মঞ্জুরুল (৩২)নামে এক ব্যক্তি মারপিট করে গুরুতর আহত করেছেন চাচা ও চাচাতো ভাইয়েরা ।
(১-৭-২১) কালিগঞ্জ উপজেলার কাশিরাম এলাকায় এ ঘটনা ঘটে। আহত মঞ্জুরুল উপজেলার কাশিরাম গ্রামের মৃত -রেজাউল করিমের ছেলে।
স্থানীয়রা জানায়, উপজেলার কালীগঞ্জের কাশিরাম ২নং (ওয়ার্ড)গ্রামে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে মৃত -রেজাউল করিমের–ছেলে মঞ্জুরুলের (৩২), উক্ত গংদের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছিল । মনজুরুল তার নিজ জমিতে ঘর তুলতে গিয়ে চাচা ও চাচাত ভাইদের হাতে আক্রমণের শিকার হয়। কে এই সেই মঞ্জুরুলের চাচা? তার খুটির জোর কোথায়? নাম হলো তার মোস্তাফিজুর রহমান মোস্তা। কালিগঞ্জ জেলা শাখার আওয়ামী লীগের সাবেক সভাপতি।
আপন চাচাতো ভাই জাহিদ হাসান -পিতা ,রঞ্জু মিয়া,
এক পর্যায়ে মঞ্জুরুল কে বেধড়ক মারপিট করে। এরই একপর্যায়( ১-৭-২১-২৭ )জুলাই দুপুরে জমিজমার বিষয়কে কেন্দ্র করে অতর্কিত ভাবে মঞ্জুরুল এর চাচা মোস্তাফিজুর রহমান (মোস্তা) তার সঙ্গ পঙ্গ নিয়ে মঞ্জুরুল এর উপর হামলা করে এলোপাতাড়ি কিলঘুষি মারে। এক পর্যায়ে মঞ্জুরুলের পুরুষাঙ্গে লাথি মারে তাকে গুরুতর আহত করেন ।কালিগঞ্জ জেলা শাখার আওয়ামী লীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা।
এই মোস্তার ক্ষমতার দাপটে এলাকাবাসী নাজেহাল। তার বিরুদ্ধে কেউ কোন কথা বললেই তাকে যেখানে পায় সেখানে মারপিট করে দেমোস্তা ।এমনকি মসজিদের ভিতরে ও গ্রামবাসীকে ধরে পিটিয়েছেন বলে জানা গেছে এলাকাবাসীর কাছে। এমন অপ্রীতিকর ঘটনা প্রায় করেই থাকেন এই মোস্তা।
মঞ্জুরুল গুরুতর আহত হলে,পরে স্থানীয়রা গুরুতর আহত মনজুরুল কে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান এলাকাবাসীরা।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেনের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমি সব কিছু জেনেছি ,শুনেছি তবে অভিযোগ পাইনি, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করব।