1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
কাল থেকে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ-স্বরাষ্ট্রমন্ত্রী
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে বিরুলিয়ায় নিহত নারী ছিলেন অন্তঃসত্ত্বা : স্বামী গ্রেফতার । ফেসবুকে মানহানিকর লেখা প্রচারের অভিযোগ এনে এক কোটি টাকার মানহানি এবং হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসানের বিরুদ্ধে অভিযোগ সংবাদ সম্মেলন এক নারী। চোর সদস্যকে পুলিশে দেয়ায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউপি সদস্যের বাড়িতে পালতক চোরদের হামলা ও মারধর, সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুরুতর আহত এক সাংবাদিক। জাতীয় আইনগত সহায়তা দিবস ২৮ এপ্রিল  সাভারের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পুরস্কার পেলেন ৬৮জন শিশু-কিশোর দিলেন খোরশেদ আলম! সাভারে ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া অসুস্থ শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র পদপ্রার্থী খোরশেদ  লোহাগাড়ায় “বিশ্ব হোমিওপ্যাথি দিবস” উপলক্ষে চিকিৎসক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত জননেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রাহমান শামীম। ন্যায়ের পথে চলো সংগঠনের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে যুবদল নেতা!

কাল থেকে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ-স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম : সোমবার, ২১ জুন, ২০২১, ১২.২৬ এএম
  • ২৪১ বার পঠিত

কাল থেকে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ-স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃআগামীকাল সোমবার থেকে সারাদেশে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রবিবার (২০ জুন) সচিবালয়ে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নের জন্য টাস্কফোর্সের সভায় এ সিদ্ধান্ত হয়।

সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানান,সারাদেশে রিকশা-ভ্যানের মধ্যে মোটর লাগিয়ে চালানো হচ্ছে। শুধু সামনের চাকায় ব্রেক,পেছনের চাকায় কোনো ব্রেক নেই বা ব্যবস্থা থাকলেও তা অপ্রতুল। ব্রেক করলেই যাত্রীসহ গাড়ি উল্টে যায়। এমন দুর্ঘটনা অহরহ ঘটছে। ব্যস্ততম মহাসড়কেও এমন রিকশা-ভ্যান চলাচল করছে। তাই সারাদেশে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নের জন্য গঠিত টাস্কফোর্স সভায় এ সিদ্ধান্ত হয়। এ সম্পর্কিত আদেশ সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সারাদেশে পাঠানো হবে। এ বৈঠক শেষে মন্ত্রী এ কথা বলেন।

বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, সড়ক-মহাসড়কে যত্রতত্র যানবাহন দাঁড় করিয়ে কোনো চাঁদা আদায় করা যাবে না। স্থানীয় সরকার পরিচালিত সিটি করপোরেশন কিংবা সরকার নির্ধারিত টার্মিনাল থেকে টোল বা রাজস্ব আদায় করতে হবে। পাশাপাশি পরিবহন মালিকদের শ্রমিকদেরকে নিয়োগপত্রও দিতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে স্বশরীরে ও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন সাবেক নৗ পরিবহনমন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান এমপি, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এমপি,পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ প্রমুখ।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন,সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে একটি কমিটি গঠন করা হয়েছিল।সেই কমিটির ১১১টি সুপারিশ ছিল। পরে এ বিষয়ে টাস্কফোর্স গঠন করা হয়। বেশকিছু সুপারিশ বাস্তবায়নের পথে, অল্প কিছু বাস্তবায়িতও হয়েছে। বাকিগুলো কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে কর্মপন্থা নির্ধারণ করা হয়েছে। চারটি মন্ত্রণালয়ে একজন করে ফোকাল পয়েন্ট থাকবে। সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য তারা একটি কর্মপদ্ধতি বের করে পরবর্তী বৈঠকে অবহিত করবেন।

তিনি বলেন,মোটরসাইকেলে তিন-চারজন করে ওঠছেন। এজন্য প্রায়ই তারা দুর্ঘটনার শিকার হচ্ছেন। মোটরসাইকেলে কোনোভাবেই চালকসহ দুইজনের বেশি ওঠা যাবে না। সেজন্য নজরদারি করতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সারাদেশে সংঘটিত দুর্ঘটনাগুলোর কারণসমূহ নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। বুয়েটের বিশেষজ্ঞরাও ছিলেন। তারা সার্ভে করে একটা প্রতিবেদন দেবেন।

অনিবন্ধিত যেসব মোটরসাইকেল চলে, সেগুলোকেও নজরদারিতে আনা হবে। নিবন্ধন ছাড়া যেন কোনো যানবাহন রাস্তায় চলতে না পারে।
এছাড়া বিভিন্ন শহরে নছিমন-করিমন-ভটভটিসহ অটোরিকশা চলছে। সব জায়গায় এসব যানবাহনের ব্যবস্থা করতে না পারলেও গ্রাম-গ্রামান্তরে সুন্দর রাস্তার মাধ্যমে ব্যবস্থা হয়েছে। হাঁটা কিংবা সাইকেল, মোটরসাইকেল,রিকশা ছাড়া পর্যাপ্ত যানবাহন নেই। সেজন্য নছিমন,করিমন পণ্য পরিবহন কিংবা যানবাহনের বিকল্প হিসেবে কাজ করছে। শিগগিরই এটাকে পরিমিত করা এবং ফাইনালি বন্ধ করা যায় কি-না, সেটা নিয়েও আলোচনা হবে।

তিনি আরও বলেন,যারা পরিবহন শ্রমিক হিসেবে কর্মরত আছেন,তাদের মালিকপক্ষ থেকে নিয়োগপত্র নিতে হবে। বৈঠকে উভয়পক্ষই উপস্থিত ছিলেন। খুব দ্রুত এ বিষয়টি তারা বাস্তবায়ন করবেন বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews