সেলিম সম্রাট,নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পার্থ সারথী পীযুষ কিডনীজনিত জটিল রোগে আক্রান্ত হয়েছেন। চিকিৎসা ব্যয় মেটাতে গত আট বছরে সহায়-সম্বল সবকিছু শেষ করেছে তার পরিবার। সুস্থ না হওয়ায় অতি ব্যয়বহুল অপারেশনের অর্থাভাবে থমকে আছে সুচিকিৎসা। বাচার আকুতি নিয়ে সকলের সহযোগিতা চাইছেন ওই শিক্ষার্থী।
লালমনিরহাট সদর উপজেলার সিন্দুরিয়া দেউতিরহাট গ্রামের বাসিন্দা মৃত. ভবেশ চন্দ্র রায়ের দ্বিতীয় ছেলে পার্থ সারথী পীযুষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান ২য় বর্ষের শিক্ষার্থী।
মেধাবী শিক্ষার্থী পার্থ গত আট বছর আগে আক্রান্ত হন কিডনীজনিত রোগে। চিকিৎসা নিচ্ছেন বিভাগীয় প্রধান কিডনি বিভাগ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডা.মোবাশ্বের আলমের কাছে। দেশে ও বিদেশে প্রায় ২০ লক্ষ টাকা ব্যয় করে তাকে সুস্থ করা সম্ভব হয়নি। ডা. মোবাশ্বের আলম পার্থর পরিবার কে জানিয়েছেন কিডনি প্রতিস্থাপন করতে হবে। অপারেশনের মাধ্যমে তাকে সুস্থ করা সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসক। পরিবারের একমাত্র শিক্ষিত যুবক শামীমকে বাঁচাতে সমাজের বিত্তবানদের প্রতি আর্থিক সহযোগিতার অনুরোধ জানিয়েছেন তার বিধবা মা লাভলী রানী। শিক্ষার্থী পার্থ সারথী পীযুষের ভাইয়ের বিকাশ একাউন্ট নম্বর: ০১৭৮৬৮০০৬৮৮,০১৫৩৭০৭৮২২৬ (পারসোনাল)।
ব্যাংক এশিয়া -১০৮৩৩৫২০০০১৭১