রেখা মনি, নিজস্ব প্রতিবেদক
নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় লকডাউনের সুযোগে ব্যবহার করে বোমা মেশিন দিয়ে চলছে বালু উত্তোলনের মহোৎসব ।যা দেখার কেউ নাই। এক কঠিন দুঃসময় ,এ দুঃসময়ে ভালো থাকবেন কি করে?
করোনায় লকডাউনের সুযোগকে কাজে লাগিয়ে রণচণ্ডী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বদি জরদান গ্রামের সার্বজনীন হরিসভার মাঠ ভরাট এর নাম করে দেড় মোটা অংকের টাকা চুক্তি করে বোমা মেশিন এর মালিক আহাদ আলী নামে এক ক্ষমতাধর ব্যক্তি।
এক সপ্তাহ ধরে বালু উত্তোলন করে আসছে। তিনি আরো জানান, আরো এক সপ্তাহ বালু উত্তোলন করবে। এ ব্যাপারে হরিসভার সভাপতি তপন কুমার দাস কে পাওয়া যায় নাই।আহাদ আলীর একটানা বালু উত্তোলনের ফলে ফসলি জমি সহ পরিবেশ ক্ষতির সম্মুখীন।বালু উত্তোলনে
আহাদ আলীকে নিষেধ করলে ৮ নং ওয়ার্ড মেম্বার সুরেশ চন্দ্র রায় প্রতিবেদককে জানান ,একরামুলের পুত্র নুর আমিন ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ,
এনামুল হকের নির্দেশে উত্তোলন করছে।এ ব্যাপারে নুর আমিন ও এনামুলের মোবাইলে একাধিক বার কল দিলেও রিসিভ না করায় তাদের মন্তব্য নেওয়া সম্ভব হয় নাই।