আব্দুর রাজ্জাক, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাটে আজ ২৭ জুলাই বৃহস্পতিবার রাত ৮ টার দিকে মধ্যভরতের ছড়া বিএসসি মোড়ে জিরো পয়েন্টে ভারতীয় এক বিএসএফ সদস্যকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় জনতা।পরে স্থানীয় জনতা তাকে আটক করে সোনাহাট বিজিবির নিকট সোপর্দ করে।
ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট বিওপি’র সীমান্ত পিলার জার নাম্বার ১০০৭ এমপি হতে আনুমানিক ৩০০- ৪০০ গজ এর বাংলাদেশের সোনাহাট গ্রামের বিএসপি মোড় এলাকা হতে ভারতের ৩১ বিএসএফ ব্যাটালিয়নের বিষখাওয়া বিএসএফ ক্যাম্পের বিএসএফ সদস্য কনষ্টেবল শ্রী সনু কুমার।
আটক বিএসএফ সদস্যের বরাত দিয়ে বিজিবি জানায়, বিএসএফ সদস্য ভারত সীমান্তের বিষখাওয়া বিএসএফ ক্যাম্পের পার্শ্ববর্তী গ্রামের একজন বিবাহিত নারীর সাথে তার প্রেমের সম্পর্ক হয়।পরে ২৭ জুলাই সন্ধ্যায় উক্ত বিএসএফ সদস্য তার প্রেমিকার সাথে দেখা করতে যায়।সেখানে প্রেমিকার স্বামী ও স্থানীয় এলাকাবাসী তাকে ধরার জন্য ধাঁওয়া করলে সে প্রাণ বাঁচাতে দৌড়ে গিয়ে ভারত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের সোনাহাট গ্রামের দিকে চলে আসে।পরে বাংলাদেশের সোনাহাট এলাকার স্থানীয় জনগণ তাকে আটক করে সোনাহাট বিওপি ক্যাম ও বাবুরহাট বিওপি ক্যাম এর টহলরত সদস্যদের হাতে তুলে দেয়।আটকের সময় উক্ত বিএসএফ সদস্য ক্যামোফ্লাইজ টি-শার্ট ও হাফ প্যান্ট পরিহিত ও মদ্যপান অবস্থায় ছিল।
এ বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লে: কর্ণেল আব্দুল মোত্তাকি জানান, বিষয়টি সোনাহাট বিওপি কমান্ডার কর্তৃক ৩১ বিএসএফ এর অধীনস্থ সোনাহাট বিএসএফ ক্যাম্পকে অবগত করলে তারা উক্ত আটককৃত বিএসএসফ সদস্যকে ফেরত প্রদান করার জন্য অনুরোধ করে। বর্তমানে উক্ত সদস্যকে কোম্পানী পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তরের কার্যক্রমে প্রক্রিয়াধীন রয়েছে।