নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালীর কুয়াকাটায় সোনার বাংলা আবাসিক হোটেলের ১০৫ নম্বর রুম থেকে রিপন বিশ্বাস (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।
রবিবার সকাল দশটার দিকে তার গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করা হয়। মৃত রিপন যশোর চৌগাছা থানার মাধব চন্দ্র বিশ্বাসের ছেলে। পুলিশ ও স্ত্রীর সূত্রে জানা যায়, রিপন সাভারের আশুলিয়ায় বসবাস করেন।
গত শুক্রবার তার ছোট স্ত্রী গঙ্গা রানীকে নিয়ে কুয়াকাটায় ঘুরতে এসে আবাসিক হোটেল সোনার বাংলার ১০৫ নাম্বার রুমে ওঠেন। মৃত রিপনের ছোট স্ত্রী গঙ্গা রানি জানান, তার বড় স্ত্রীর সাথে মোবাইলে ঝগড়াঝাটি করার পর গভীর রাতে আমরা দুজন ঘুমিয়েপরি, সকালে আমি ঘুম থেকে জেগে দেখি ওড়না দিয়ে গলায় ফাস লাগানো অবস্হায় জানালার সাতে ঝুলতে। এরপর আমি ডাকচিৎকার দিলে হোটেলের লোকজন এসে পুলিশে খবর দেয়।
মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। তাদের অবিভাবক যশোর থেকে আসতেছে, আসারপর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে