
কুষ্টিয়ায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ
কুষ্টিয়ার মিরপুরে এক মানুষিক ভারসাম্যহীন বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ১০ টায় মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের হালসা- কাতলামারী সড়কের একটি ইট ভাটার পাশ থেকে হারুন পাগগের (৫০) লাশ উদ্ধার করেন। সে শেরপুর জেলার শ্রীবদি থানার নঙ্গরপাড়া গ্রামের আলতাফ ব্যাপারীর ছেলে। সে দীর্ঘ ১০ বছর মিরপুর উপজেলার মেহেরনগর গ্রামে ইউসুফ আলীর বাড়িতে থাকতো। ব্যক্তিগতভাবে মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে এলাকায় সে পাগল হিসেবে পরিচিত ছিল। এ ব্যাপারে মালিহাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, আমিও শুনেছি বিষয়টা। সোমবার (২৬ জুলাই) হারুন পাগলকে বিকেলে ইলশামারী বাজারে ঘুরে বেড়াতে দেখা গেছে। তবে সন্ধ্যার পরে হয়তো রাস্তা দিয়ে অন্য কোথাও যাওয়ার সময় সড়ক দূর্ঘটনায় মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে সড়ক দূর্ঘটনা বলে মনে হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply