রবিউল ইসলাম হৃদয় কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া জেলায় আনারস ও কেজিতে বিক্রয় হচ্ছে।এই ফলটি মানুষের পুষ্টি চাহিদা পূরণ করে।এবং সাধারণ মানুষের মাহে রমজানে ইফতারের তালিকায় এই ফলটির ব্যাপক চাহিদা রয়েছে। এই ফলটি কেজিতে বিক্রয় হওয়ার ফলে মানুষের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কিন্তু সাধারণ মানুষের ইচ্ছে থাকা স্বতেও তা কেনার সামর্থ্য নেই সাধারণ মানুষের।এই ফলটি প্রতি কেজি ৮০ টাকা ডাটা পাতা সহ বিক্রিয় করা হচ্ছে।এই আনারস কৃষকের নিকট হতে প্রতি পিস ১৫-২০ টাকা করে কিনে আনা হয়।কিন্তু পাইকারা তা পিস এ কিনে এনে প্রতি কেজি ৮০ টাকা করে বিক্রয় করছে যা ভোক্তাদের সাথে মশকরা।কিছু অসাধু ব্যাবসায়ী এই প্রক্রিয়াতে সাধারণ মানুষকে ঠোকি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে যা রিতিমত হাস্যকর।গরীব মানুষের পক্ষে কেনা সম্ভব নয়।তাই তরমুজের মত আনারসের প্রতি প্রসাশনের পদক্ষেপ কামনা করছি।
Leave a Reply