কুষ্টিয়া জেলা প্রতিনিধি :
কুষ্টিয়ার খোকসা উপজেলার জগন্নাথপুর কোল জলমহালের লিজের মেয়াদ শেষ হবার আগেই লিজ নিলামের ব্যবস্থা করায়
জেলা প্রশাসকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে ছোট গ্রোপগ্রাম ও ধোকড়া কোল মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ।রবিবার( ০৯ মে ) বেলা ১২ টায় লিজ নিলামের জন্য দেয়া জেলা প্রশাকের চিঠি চ্যালেঞ্জ করে কুষ্টিয়ার বিজ্ঞ সদর সিনিয়র সহকারী জজ আদালতে এ মামলা দায়ের করেন সমিতির ২৮ সদস্য।
মামলার আসামীরা হলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব),রেভিনিউ কালেক্টর, খোকসা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি)।
Leave a Reply