কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের সকল থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সেবা ডেস্ক চালু করা হয়েছে।
জানা গেছে, “মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার” এই শ্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ পুলিশের মুজিববর্ষের বিশেষ সেবা হিসেবে কুড়িগ্রামের সকল থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সেবা ডেস্ক চালু করেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।
উক্ত সার্ভিস ডেস্কে একজন নারী এসআই বা এএসআই দায়িত্বরত থেকে নারী ও শিশু সংক্রান্ত বিভিন্ন আইনগত সমস্যার সমাধান দেয়ার চেষ্টা করবেন এবং আইনানুগ ব্যবস্থা নেয়ার বিষয়ে পরামর্শ প্রদান করেন।
পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম বলেন, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানী ও যৌতুকের জন্য অত্যাচারের শিকার হলে অথবা আপনাদের নিজের ও পরিবারের অথবা এলাকার যে কোন নারী ও শিশু বিষয়ক অপরাধ সংক্রান্তে নিকটস্থ থানায় নারী , শিশু , বয়স্ক ও প্রতিবন্ধী সেবা ডেস্কের সহায়তা নিন। যে কোন আইনগত সহায়তায় পাশে আছে জেলা পুলিশ।