
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পুকুরে মাছ ধরতে গিয়ে পা পিছলে বৈদ্যুতিক সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসমাইল হোসেন বাবু (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (০৫ ডিসেম্বর) সকালে উপজেলার ছোটখাটামারী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বাবু উপজেলার তিন নম্বর ওযার্ডের ছোটখাটামারী গ্রামের মোহাম্মদ হাতেম আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামে সকালের দিকে বাবু ও তার ছোট ভাই জুয়েল হোসেন পুকুরে মাছ ধরতে যান।পুকুর থেকে পাড়ে উঠতে গিয়ে পা পিছলে বাবু সেচ পাম্পের ওপর পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর অসুস্থ হন। পরে স্থানীয়রাসহ পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে দ্রুত বাবুকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, সুরতহাল করে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এখানে ঝামেলার কিছু নেই, এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply