কুড়িগ্রামে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত !
রেখা মনি,নিজস্ব প্রতিবেদক
Facebook Twitter share
দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ সংখ্যক কোরোনা রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার (০১ জুন) কুড়িগ্রামে ১১ জনের দেহে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এটি গত দুই মাসের মধ্যে কুড়িগ্রামে সর্বোচ্চ শনাক্ত বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
Surjodoy.com
স্বাস্থ্য বিভাগ জানায়, মোট ৩১ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের দেহে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতির রিপোর্ট পজিটিভ আসে। এটি গত দুই মাসে জেলায় সর্বোচ্চ শনাক্ত। এর আগে গতকাল (৩১ মে) দুইজন ও রোববার দুইজন কোভিড পজিটিভ রোগী শনাক্ত হন।
The Daily surjodoy
সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান বলেন, ‘এটা আমাদের জন্য অ্যালার্মিং। দেশের সীমান্তবর্তী অন্য জেলাগুলোতে যেভাবে কোভিড রোগী বাড়ছিল, সে তুলনায় কুড়িগ্রামে শনাক্তের হার অনেকটা কমই ছিল। কিন্তু আজ (মঙ্গলবার) যেভাবে ১১ জনের দেহে কোভিড শনাক্ত হয়েছে তা আমাদের জন্য ভিন্ন বার্তা দিচ্ছে। মানুষ সচেতন না হলে এবং স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়তে পারে।
The Daily surjodoy
তবে সংক্রমিতদের মধ্যে কারও শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট রয়েছে কি না তা নিশ্চিত করতে পারেননি এই চিকিৎসা কর্মকর্তা।
The Daily surjodoy
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, কুড়িগ্রামে মোট ১ হাজার ২২৯ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২৩ জন মারা গেছেন এবং ১ হাজার ৫৩ জন সুস্থ হয়েছেন। জেলায় মোট ৩৩ হাজার ৭৫৩ জনকে দুই ডোজ টিকা দেওয়া হয়েছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..