কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে ৫কেজি গাঁজাসহ মোঃ মিলন মিয়া (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রংপুর র্যাব-১৩ এর একটি আভিযানিক দল।
জানা গেছে, র্যাব-১৩, রংপুর এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল ৫জুলাই গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার রাজারহাট থানাধীন ছিনাই ইউনিয়নের চতুর্ভূজ এলাকায় অভিযান পরিচালনা করে ৫কেজি গাঁজা, ১টি মোবাইল ফোন, ১টি সিমকার্ডসহ মাদক ব্যবসায়ী মোঃ মিলন মিয়া (৩২)কে আটক করে।
আটক মাদক ব্যবসায়ী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পূর্ব ধনিরাম এলাকার মোঃ মোবারক আলীর পুত্র।
সোমবার(৬ জুলাই) সিপিএসসি, র্যাব -১৩ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান জানান,গ্রেফতারকৃত আসামী বর্ণিত এলাকার পেশাদার মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশিষ্ট থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply