আলতাফ হোসেন অমি
ঢাকার কেরানীগঞ্জে অবৈধ সীসা তৈরির কারখানায় অভিযান চালিয়ে কারখানার মালিককে ৪ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার কলাতিয়া ইউনিয়নের তালেপুর ছোট বেলনা গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল বিন করিম।
এসময় প্রতিষ্ঠানের মালিক কামাল হোসেন উপস্থিত না থাকায় তার প্রতিনিধি মো: গুলজার হোসেনকে ১৫ দিনের এবং প্রতিষ্ঠানের ৩ কর্মচারীকে ২ মাসের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করে আদালত।
একই সময় অবৈধ ভাবে রাস্তায় পার্কিং করে যানজট সৃষ্টি করার অপরাধে ১২ অটো সিএনজি চালককে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। তাছাড়া রানী প্লাস্টিকের এক কর্মচারীকে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম জানান, রেজওয়ানা আফরিন ট্রেডার্স কারখানাটি দীর্ঘ দিন যাবৎ জনবসতিপূর্ণ এলাকায় সীসা গলিয়ে পরিবেশ বিনষ্টরে আসছিল। এর কারণে অত্র এলাকায় জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছিলো।
বিষয়টি জানা মাত্র উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে তা বন্ধ করে দেওয়া হয়। এবং কারখানা মালিককে জরিমানা করা হয়। পাশাপাশি রাস্তায় অবৈধ পার্কিং এর অপরাধে ১২ জনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা। শেষ খবর পাওয়া পর্যন্ত কারখানা টি পুনরায় চালু হয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।