ওয়াকিল আহমেদঃ
ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫ তম শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত৷
প্রধানমন্ত্রীর জন্মদিন এবারে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে পালন করেছেন উপজেলা আওয়ামী লীগ।
আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বৈকাল ৩ টায় ক্ষেতলাল উপজেলা দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ জম্মদিনে কেক কেটে তাঁকে শুভেচ্ছা জানানো হয়।
ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মজিদ মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সরদার এর সঞ্চালনায় উপস্থিত ও বক্তব্য প্রদান করেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোফাজ্জল হোসেন, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সিরাজুল ইসলাম বুলু, ক্ষেতলাল পৌর আওয়ামী লীগের সভাপতি দুলাল মিয়া সরদার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাকিম মন্ডল, বড়াইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু রাশেদ আলমগীর, মাহমুদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান শামীম, জেলা পরিষদের সদস্য ও ক্ষেতলাল মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জিন্নাতুন নেছা, ক্ষেতলাল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রুহুল আমীন, উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার প্রকাশনা সম্পাদক এস এম মিলন, উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা ওয়াকিল আহমেদ, ক্ষেতলাল উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী আশিক রাজু, যুগ্ম আহবায়ক জুল আরশ শুভ সহ আওয়ামীলীগ, যু্বলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতাকর্মী সহ সাংবাদিক বৃন্দ৷
উক্ত অনুষ্ঠানের শেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে এবং জাতির পিতা বঙ্গবন্ধু, তাঁর পরিবারের শহীদ সদস্যগণ সহ মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।