ওয়াকিল আহমেদ, নিজস্ব প্রতিবেদকঃ
শিক্ষার মান আরও উন্নয়নসহ ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জয়পুরহাটের ক্ষেতলালে শুরু হয়েছে দুই দিনব্যাপী বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্প-২০২৩। শুক্রবার বিকেলে ক্ষেতলাল সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজ মাঠে অনুষ্ঠিত এই ক্যাম্পের উদ্বোধন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম।
জয়পুরহাট- ২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমান, আয়োজক কমিটির আহবায়ক তোফাজ্জল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডলসহ আরো অনেকেই।
শিক্ষক ক্যাম্পে জেলার কালাই, ক্ষেতলাল, ও আক্কেলপুর উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের প্রায় সাড়ে ৩ হাজার শিক্ষক অংশ গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা, উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি দপ্তর প্রধান, স্বেচ্ছাসেবক, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।
আগামীকাল শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।