ওয়াকিল আহমেদ, নিজস্ব প্রতিবেদকঃ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাহমুদপুরে ইউপি নির্বাচনে প্রচারকালে আওয়ামী লীগ প্রার্থীর কর্মী-সমর্থকরা বিদ্রোহী প্রার্থীর কর্মীদের ৭ (সাতটি) মোটরসাইকেল ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার রাতে একই ইউনিয়নের মহব্বতপুর গ্রামের সাখিদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আওয়ামী লীগ প্রার্থী ও তার কর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ করেন বিদ্রোহী প্রার্থী আবদুর রশিদ মণ্ডল বকুল ও তার কর্মীরা। তারা অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা বকুল স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার কর্মী-সমর্থকদের নিয়ে আনারস প্রতীকের নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে রাতে যে যার বাড়ি ফিরছিলেন।
পথে মহব্বতপুর গ্রামের সাখিদার পাড়া এলাকায় পৌঁছালে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান শামিমের কর্মী-সমর্থকরা তাদের ওপর হামলা চালান। এ সময় বিদ্রোহী প্রার্থীর কর্মীরা প্রাণভয়ে পালিয়ে গেলে লোহার রড় ও ভারী হাতুড়ি দিয়ে তাদের সাতটি মোটরসাইকেল ভাঙচুর করে সেগুলো একটি পুকুরে ফেলে দেওয়া হয়।
ইউনিয়ন আওয়ামী সভাপতি নূরুননবী চৌধরী রতন বলেন, আসন্ন ইউনিয়ন (ইউপি) পরিষদ নির্বাচনে বিদ্রোহী ইস্যুটি দুশ্চিন্তায় ফেলে দিয়েছে এ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী।
অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান শামিম জানান, তার কর্মীদের আটকে রেখে এ ঘটনা ঘটিয়েছে বিদ্রোহী প্রার্থীর কর্মীরাই।
এবিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) নীরেন্দ্রনাথ মণ্ডল বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তিনি আরো বলেন এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেননি।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..