ইব্রাহিম হোসেন,খাগড়াছড়িঃ
খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতার ৫০ বছর উদযাপন। পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
শুক্রবার (২৬ শে মার্চ) দিবসের প্রথম প্রহরে তোপধ্বনির মাধ্যমে দিবসেটির সূচনা হয়।
খাগড়াছড়ি জেলা শহরের মাইনী ভ্যালীস্থ মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পাবত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, সংরক্ষিত সংসদ সদস্য বাসন্তী চাকমা
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস,পুলিশ সুপার আব্দুল আজিজ,আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
করণা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা ও স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা থাকায় জেলা স্টেডিয়ামে সীমিত পরিসরে কুচকাওয়াজে অনুষ্ঠিত হয়।