উজ্জ্বল রায়, দিনাজপুর খানসামা প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে ১৬ বোতল ফেনসিডিলসহ রাশেদ ইসলাম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে জনতা। মাদক ব্যবসায়ী রাশেদ দিনাজপুরে সদর উপজেলার সালকি গ্রামের মোস্তফার ছেলে।
আজ সোমবার দুপুরে উপজেলার পাকেরহাট চৌধুরী মার্কেটের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী ও তার দুই সহযোগী মোটরসাইকেলে দ্রুত বেগে পাকেরহাটের প্রধান সড়ক দিয়ে যাচ্ছিল। সেই সড়কের নির্মাণ কাজ চলায় খাদে পড়ে এক পথচারীকে ধাক্কা দিয়ে মোটরসাইকেল থেকে তারা পরে যায়। এরপর স্থানীয় লোকজন তাদের রক্ষার্থে এগিয়ে আসলে অপর দুই সহযোগী তারাহুড়ো করে উঠে দৌড় দেয়। অন্যদিকে মাদক ব্যবসায়ী রাশেদ মোটরসাইকেলের নিচে পড়ায় তাকে উঠাতে গেলে তার কোমড়ে কাপড় দিয়ে পেঁচানো বোতল দেখতে পায়। তাকে বোতলের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি পালানোর চেষ্টা করে। এরপর এলাকাবাসী তাকে ধরে পুলিশে খবর দিলে পুলিশ তার কাছে ১৬ বোতল ফেনসিডিল উদ্বার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ শেখ কামাল হোসেন বলেন, তাকে আটকের পর মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়েছে। সাধারণ মানুষরা এভাবে মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে দেশ ও জাতিকে মাদকমুক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..